Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে নায্যমুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

১২ এপ্রিল, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে নায্যমুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে নায্যমুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তার কার্যালয় চত্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান, জেলা পোল্ট্রি ফিড ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের বাস্তবায়নে এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এ
কার্যক্রম শুরু করা হয়েছে।

১৪টি ট্রাকে করে জেলা শহরসহ অন্যান্ন উপজেলায় নায্যমুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হবে। গরুর মাংস প্রতি কেজি ৫’শ টাকা, দুধ ৫৫টাকা কেজি, ডিম প্রতি পিস ৫টাকা, সোনালী মুরগি প্রতিকেজি ২১০টাকা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১১০টাকা।

শেয়ার