Top

রিয়াদ বাংলাদেশ থিয়েটারে বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন

১৩ এপ্রিল, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ
রিয়াদ বাংলাদেশ থিয়েটারে বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন
ডেস্ক রিপোর্ট :

নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগান কে সামনে রেখে – স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ১২ তম প্রযোজনা বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন হয়েছে।

৯ এপ্রিল শুক্রবার করোনায় সকল নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখেই বাংলার মহানায়ক নাটকটির রেকর্ডিং সো হয়েছে।

রচনা – নাট্যকার মিলন কান্তি দে, নাট্য নির্দেশনায় সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

নাটকের নির্দেশক জাহাঙ্গীর আলম হৃদয় বলেন দীর্ঘ ১৪ মাস ধরে মহামারী করোনায় বাংলার মহানায়ক নাটকের রিহার্সাল হয়েছে , নাট্যকর্মী সংকট সহ নানাবিধ সমস্যা মুকাবিলা করেই অবশেষে বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন হয়েছে, যদিও মহামারী করোনার কারনে পাবলিক সো করা সম্ভব হয়নি বলে একজন পরিচালক হিসাবে কস্ট লেগেছে।

কারন বাংলার মহানায়ক নাটকে ১৯৬৯-১৯৭৫ স্বাধীনতার প্রেক্ষাপট রয়েছে, প্রবাসী বাংলাদেশীদের সামনে নাটকটি মঞ্চস্থ করতে পারলে ভালো লাগতো।

দীর্ঘ দুই ঘন্টার এই নাটকটি উপস্থিত অতিথিগন উপভোগ করেন, ১৯৬৯ – ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধুর সপরিবারে যে হত্যা কান্ড ঘটেছে এবং বাংলাদেশের স্বাধীনতা কালীন সময়ের দৃশ্য বাংলার মহানায়ক নাটকের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে।

অতিথি হিসেবে বাংলার মহানায়ক নাটক উপভোগ করেন প্রবাসী কুমিল্লা সোসাইটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, মার্কেটিং ডিরেক্টর আকতার হোসেন, ঢাকা দোহারের চেয়ারম্যান আবদুল জলিল, ডাঃ আনোয়ার হোসেন, ইসমাইল মজুমদার, জেদ্দার ব্যাবসায়ী সহিদুল ইসলাম।

নাট্য সহযোগিতায় – রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টার, আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব জাহাঙ্গীর আলম মজুমদার, মনিরুল ইসলাম (ইডিসি) প্রমুখ।

শেয়ার