Top

চুলের যত্নে যত ভুল

১১ সেপ্টেম্বর, ২০২০ ৮:৫০ পূর্বাহ্ণ
চুলের যত্নে যত ভুল
শুধু অযত্ন কিংবা অবহেলার কারণেই যে চুল পড়ে যায় এমন নয়। নিজেদের কিছু ভুল অভ্যাসের কারণেও দ্রুত চুল ঝরে যেতে পারে। চুল ভেঙে যাওয়া ও পড়ে যাওয়ার অন্যতম কারণে এসব ভুল ধারণা ও অভ্যাস। জেনে নিন সেগুলো কী কী।

প্রতিদিন চুল ধোয়া
প্রতিদিন চুলে পানি ও শ্যাম্পু লাগানো একেবারেই অনুচিত। প্রতিদিন চুল ধুলে চুলের গোড়ায় থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুল প্রাণ হারিয়ে ভেঙে যেতে শুরু করে। সপ্তাহে তিন থেকে চারদিন চুলে পানি লাগান।

অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার
চুলের যত্নে কন্ডিশনার আবশ্যক। তবে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। শ্যাম্পুর মতো আগা থেকে গোড়া পর্যন্ত কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। এটি ব্যবহার করুন চুলের আগার অংশে।

গরম পানি ব্যবহার করা
চুলে গরম পানি ব্যবহার করবেন না। এতে চুল দ্রুত প্রাকৃতিক তেল ও কেরাটিন বের করে দেয়। ফলে ধীরে ধীরে চুল হয়ে পড়ে নিষ্প্রাণ।

ভেজা চুল বাঁধা
ভেজা চুল বাধলে চুল ভেঙে যায় খুব সহজে। ভেজা চুল আঁচড়ানোও অনুচিত। মোটা খিলের চিরুনি দিয়ে হালকা করে আঁচড়ে ছেড়ে রাখুন চুল। প্রাকৃতিক বাতাসে শুকানোর পর তারপর বেঁধে নিন ইচ্ছেমতো।

অতিরিক্ত ব্রাশ ব্যবহার করা
চুল বারবার ব্রাশ করবেন না। চুলের আগা ফেটে যায় অতিরিক্ত ব্রাশ ব্যবহারের কারণে।

শেয়ার