Top

করোনায় আক্রান্ত হলে কতদিন পর টিকা নেওয়া যাবে?

১৩ এপ্রিল, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত হলে কতদিন পর টিকা নেওয়া যাবে?
ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর টিকা নেওয়া প্রয়োজন কিনা এ নিয়ে অনেকে দ্বিধায় আছেন। অনেকে আবার জানেন না কত দিন পর টিকা নেবেন।

বিষয়টি স্পষ্ট করে সোমবার একটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, করোনা সংক্রমণ পরবর্তী পরীক্ষা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা গ্রহণ করতে পারবেন আক্রান্ত ব্যক্তি।

এক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার পরেও যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্যও একই নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, গুরুতর অন্যান্য অসুস্থতা, যেমন- জ্বর, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগেছেন এমন ব্যক্তি কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারবেন না।

সাধারণ রোগ থেকে সুস্থ হওয়া, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ সাপেক্ষে টিকা গ্রহণ করতে পারবেন বলে নির্দেশনায় জানানো হয়।

দেশে ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পর ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হয়। সূত্র: ডক্টরটিভি

শেয়ার