Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

করোনায় আক্রান্ত হলে কতদিন পর টিকা নেওয়া যাবে?

১৩ এপ্রিল, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত হলে কতদিন পর টিকা নেওয়া যাবে?
ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর টিকা নেওয়া প্রয়োজন কিনা এ নিয়ে অনেকে দ্বিধায় আছেন। অনেকে আবার জানেন না কত দিন পর টিকা নেবেন।

বিষয়টি স্পষ্ট করে সোমবার একটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, করোনা সংক্রমণ পরবর্তী পরীক্ষা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা গ্রহণ করতে পারবেন আক্রান্ত ব্যক্তি।

এক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার পরেও যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্যও একই নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, গুরুতর অন্যান্য অসুস্থতা, যেমন- জ্বর, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগেছেন এমন ব্যক্তি কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারবেন না।

সাধারণ রোগ থেকে সুস্থ হওয়া, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ সাপেক্ষে টিকা গ্রহণ করতে পারবেন বলে নির্দেশনায় জানানো হয়।

দেশে ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পর ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হয়। সূত্র: ডক্টরটিভি

শেয়ার