Top
সর্বশেষ

ম্যানচেস্টারে প্রথম ওয়ানডে আজ সন্ধ্যা ৬টায়

১১ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
ম্যানচেস্টারে প্রথম ওয়ানডে আজ সন্ধ্যা ৬টায়
টি-টোয়েন্টির পালা শেষ। এবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে লড়াইয়ের পালা। শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ম্যানচেস্টারে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টির সাথে ২ দলেরই ওয়ানডেতে খুব একটা পার্থক্য নাই। ইংল্যান্ডে ইনজুরি কাটিয়ে ওপেনিংয়ে ফিরছেন জ্যাসন রয়। মরগ্যান-বাটলারও খেলবেন। টি-টোয়েন্টিতে না থাকা ক্রিস ওকস থাকবেন একাদশে। তবে শুক্রবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফলাফল যাই হোক না কেন, ম্যানচেস্টারে তিনটি ম্যাচে মাঠে নামলেই ৪০ বছরের পুরোনো ইতিহাস ফিরিয়ে আনবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুদল।

অজিদের হয়ে ফিফটি ওভার ম্যাচে নিশ্চিতভাবেই খেলবেন মার্নাস লাবুশানে। এছাড়া শেষ টি-টোয়েন্টিতে না খেলা ওয়ার্নার-কামিন্সও ফিরছেন।

শেয়ার