Top
সর্বশেষ

মাদারীপুরে ২০ গ্রামে রোজা পালন

১৩ এপ্রিল, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
মাদারীপুরে ২০ গ্রামে রোজা পালন
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের প্রায় ৪০ হাজার লোক মঙ্গলবার (১৩ এপ্রিল) রোজা পালন করছে। বিভিন্ন সুএে জানাযায়, মাদারীপুর সদর উপজেলার পাচঁখোলা, বাহেরচর কাতলা, মধ্যকান্দি, আংগুল কাটা, চরগোবিন্দপুর, পখিরা খোয়াজপুর ও ছিলারচর।

শিবচর উপজেলার বাহেরচর ও কেরানিরবাট। কালকিনি উপজেলার রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, আন্ডারচর ও খাসেরহাটসহ ২০ টি গ্রামের প্রায় ৪০ হাজার লোক আজ রোজা পালন করছে।রোজা পালনকারী সবাই শরীয়তপুর জেলার শুরেশ্বর দরবার শরীফের মুরীদ। শুরেশ্বর দরবারের পীর আলহাজ খাজা শাহ সুফী সৈয়দ নূরে আক্তার হোসাইন এর নির্দেষক্রমে মুরীদরা চাদেরঁ জন্মদিন হিসাব করে সৌদির সাথে তাল মিলিয়ে একদিন আগে রোজা পালন করেন থাকে।

শুরেশ্বর এর একজন মুরীদ মাদারীপুরের সদর উপজেলার তাল্লুক গ্রামের সাবেক ইউপি সদস্য আলী আহম্মদ ফকির বলেন, আমাদের পীর সাহেব ১৪৮ বছর আগে থেকে আরব দেশ তথা সৌদির সাথে মিল রেখে ইদুল ফিতর ও ইদুল আজহা উৎসব পালন করে আসছেন।

শেয়ার