টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হওয়ার নজির গড়েছিলেন আগেই। বুধবার বাবর আজম পেলেন ওয়ানডের র্যাংকিং-সেরা ব্যাটসম্যান হওয়ার স্বাদ। পাকিস্তানি ব্যাটসম্যান এখন দৃষ্টি রাখছেন সবচেয়ে মর্যাদার ফরম্যাট টেস্টে।
বুধবার (১৪ এপ্রিল) ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করে আইসিসি। হালনাগাদকৃত র্যাংকিংয়ে বাবর অবস্থান করছেন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের শীর্ষে। বাবরের উত্থানে দীর্ঘদিন পর শীর্ষস্থান হারাতে হয়েছে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। পাকিস্তান ও বাবরের জন্য নিশ্চয়ই এটি অনেক বড় আনন্দের উপলক্ষ্য।
রইল বাকি এক- এবার সেই টেস্টেও সেরা ব্যাটসম্যানের আসনে বসতে চান বাবর। ওয়ানডের চূড়ায় বসে এমন প্রত্যয়ই ব্যক্ত করলেন পাকিস্তানের অধিনায়ক।
বাবর বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় এক মাইলফলক এটি। দীর্ঘ সময়ের জন্য এক নম্বরে নিজের জায়গা ধরে রাখতে গেলে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, ব্যাট হাতে আরও ধারাবাহিক রান করে যেতে হবে।’
সেই ধারাবাহিকতা শুধু টি-টোয়েন্টি বা ওয়ানডেতে নয়, টেস্টেও রাখতে চান বাবর। তিনি জানান, ‘এর আগে আমি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকার এক নম্বর স্থান দখল করেছিলাম। তবে আমার মতে, টেস্ট ক্রিকেটই হল আসল ফরম্যাট। ব্যাটসম্যানদের আসল দক্ষতা আর যোগ্যতা পরিমাপের মানদন্ড এই টেস্ট ক্রিকেট। এখন টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান দখল করাই আমার আসল লক্ষ্য।’
বাবরের আগে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করেছিলেন পাকিস্তান তিন সাবেক ক্রিকেটার। জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, মোহাম্মদ ইউসুফের পাশে বসতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত বাবর। তিনি বলেন, ‘জহির আব্বাস, জাভেদ মিঁয়াদাদ, মোহাম্মদ ইউসুফের মত পাকিস্তানের উজ্জ্বল নক্ষত্রের পাশে নিজের আসন গড়তে পেরে আমি খুবই গর্ববোধ করছি।’