Top
সর্বশেষ

করোনাভাইরাস: কুমিল্লায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬২

১৭ এপ্রিল, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
করোনাভাইরাস: কুমিল্লায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬২
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬২ জন করোনা শনাক্ত হয়েছেন। শনিবার (১৭এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার ৬২ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২৭, আদর্শ সদর উপজেলায় চারজন , বুড়িচং উপজেলায় চার, ব্রাহ্মণপাড়া উপজেলায় এক, চান্দিনা উপজেলায় দুই, চৌদ্দগ্রাম উপজেলায় পাঁচ, লাকসাম উপজেলায় চার, বরুড়া উপজেলায় তিন, নাঙ্গলকোট উপজেলায় চার, দেবিদ্বার উপজেলায় এক, দাউদকান্দি উপজেলায় দুই, হোমনা উপজেলায় দুই ও তিতাস উপজেলায় দুইজন।

গত ২৪ ঘণ্টায় দুইজন পুরুষ ও একজন নারী করোনায় মারা গেছেন। নিহত তিনজন লাকসাম, দেবিদ্বার ও চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন বলেন, কুমিল্লায় দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। শনিবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় করোনায় মারা গেছেন ৩৪১জন।

শেয়ার