Top
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে দাবানলে ৩০ জনের মৃত্যু, পুড়ছে মিলিয়ন একর

১৪ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৮ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে দাবানলে ৩০ জনের মৃত্যু, পুড়ছে মিলিয়ন একর
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে দাবানলে অন্তত ৩০ জন মারা গেছেন। আর কয়েক ডজন নিখোঁজ হয়েছেন। এসব রাজ্যগুলোয় গত কয়েক দিনে ছড়িয়ে পড়া দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রতি মুহূর্তেই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে দাবানলে এখন পর্যন্ত ৩০ জনের বেশি মারা গেছে। শুধু ওরেগন অঙ্গরাজ্যেই কয়েক ডজন লোক নিখোঁজ। বড় ধরনের বিপর্যয়ের জন্য এখনই প্রস্তুত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অঙ্গরাজ্যটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা।

গত তিন সপ্তাহ ধরে ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন অঙ্গরাজ্য দাবানলে পুড়ছে। কয়েক মিলিয়ন একর এলাকা পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে কয়েক হাজার বাড়ি। লাখের ওপর মানুষকে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে।

শেয়ার