Top
সর্বশেষ

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট নগরী

১৭ এপ্রিল, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট নগরী
সিলেট প্রতিনিধি :

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট নগরীর তালতলা এলাকা। নগরীর প্রাণকৃন্দ্র তালতলায় অবস্থিত হোটেল গুলশানের পাশে ব্রিজের নিচের গ্যাস লাইন ছিদ্র হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় লোকজনের তৎপরতা ও জালালাবাদ গ্যাসের হস্তক্ষেপে এই দুর্ঘটনা থেকে রক্ষা পায় নগরবাসী।

জানা যায়, শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তালতলা পয়েন্টের কালভার্টের নিচে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন ও ড্রিস্ট্রিবিউসনের সঞ্চালন লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হতে থাকে। গ্যাস বের হওয়ার শব্দে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সাথে সাথে খবর দেয়া হয় জাললাবাদ গ্যাসে।

এদিকে, সঞ্চালন লাইন থেকে বের হওয়া গ্যাসে যাতে আগুন না লাগে সেজন্য স্থানীয় লোকজন ঘটনাস্থলে পাহারার ব্যবস্থা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে জালালাবাদ গ্যাসের একটি দল এসে ছিদ্র হওয়া লাইন মেরামত করলে এলাকায় স্বস্তি ফিরে।

জালালাবাদ গ্যাস জানায়, কাজ চলতেছে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে। সময়মত এলাকাবাসী কর্তৃপক্ষকে জানায় বলে বড় ধরনের দূর্ঘটনা হতে রক্ষা পায় সিলেট নগরী।

 

শেয়ার