Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

ঘরেই তৈরি করুন দোকানের মতো রেশমি জিলাপি

১৮ এপ্রিল, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
ঘরেই তৈরি করুন দোকানের মতো রেশমি জিলাপি

জিভে জল আনা যতগুলো খাবার আছে তার মধ্যে অন্যতম হলো জিলাপি। মিষ্টি খেতে যারা ভালোবাসেন, তাদের কাছে ভীষণ পছন্দের একটি খাবার হলো এটি। রোজায় ইফতারের তালিকায় জিলাপি না থাকলেই নয় যেন! এদিকে লকডাউনে বাইরে বের হওয়া সম্ভব নয় অনেকের ক্ষেত্রে। আবার বাইরে থেকে কেনা জিলাপি সব সময় স্বাস্থ্যকর না-ও হতে পারে। কারণ সেখানে বাসি তেল ব্যবহার করা হতে পারে। খোলা জায়গায় থাকার কারণে অনেক সময় ধুলোবালি পড়তে পারে জিলাপিতে। তাই ঘরেই তৈরি করে খান সুস্বাদু জিলাপি। সেজন্য খুব বেশি উপকরণ বা উপাদানের প্রয়োজন নেই। চলুন জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে দোকানের মতো রেশমি জিলাপি তৈরি করবেন-

তৈরি করতে যা লাগবে

১ কাপ ময়দা
২ টেবিল চামচ টক দই
৪-৬ টেবিল চামচ পানি
১ চা চামচ বেকিং পাউডার
সামান্য জর্দার রং।

সিরা তৈরির উপকরণ

২ কাপ চিনি
১ কাপ পানি
১টি এলাচ
সামান্য ঘি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে সিরা তৈরি করে নিতে হবে। সেজন্য একটি পরিষ্কার হাঁড়িতে পানি ও চিনি মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। এবার তাতে এলাচ দিয়ে দিন। মেশান কয়েক ফোঁটা ঘি। সিরা ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন।

জিলাপি তৈরির জন্য শুকনো ময়দার সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। এবার তাতে দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিন। মিশ্রণে অল্প অল্প করে পানি মেশাতে থাকুন। ব্যাটার খুব বেশি পাতলা বা ঘন হবে না। এবার শক্ত কোনো প্যাকেটের কোণা কেটে কিংবা পানির বোতলের মুখ ছিদ্র করে তাতে ব্যাটার ভরে নিন।

কড়াইয়ে তেল গরম হতে দিন। খেয়াল রাখবেন যেন উত্তপ্ত গরম হয়ে না যায়। তাহলে জিলাপি তৈরির আগেই পুড়ে যাবে। এবার গরম তেলে জিলাপির প্যাঁচ দিয়ে ছাড়ুন। দুই পিঠ ভালোভাবে ভেজে তুলুন। জিলাপিগুলো হালকা গরম সিরায় ৩-৪ মিনিট ভিজিয়ে তুলে নিন। এবার পরিবেশনের জন্য তৈরি সুস্বাদু রেশমি জিলাপি।

শেয়ার