Top
সর্বশেষ

জাল বুনে অবসর সময় পার করছেন জেলেরা

১৯ এপ্রিল, ২০২১ ১:২৬ অপরাহ্ণ
জাল বুনে অবসর সময় পার করছেন জেলেরা
রাকিবুল ইসলাম রাফি :

লকডাউন চলাকালে জাল বুনে অবসর সময় পার করছেন রাজবাড়ীর গোয়ালন্দ, পাংশা ও কালুখালি উপজেলার জেলেরা। জেলে পল্লীগুলোতে এখন যেন জাল বুনার ধুম পড়েছে। ঘাট-সংলগ্ন সুবিধাজনক জায়গায় দলবেঁধে পুরাতন জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

এই তিন উপজেলায় নদীর পাড়ে শত শত ট্রলার নোঙ্গর করে রেখেছেন। দলবেঁধে মনের আনন্দে জাল মেরামতের কাজ করছেন জেলেরা। ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাছঘাট এবং ফাঁকা জায়গায় জেলেদের এভাবে জাল মেরামতের কাজ করতে সরেজমিনে দেখা গেছে।

পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর পদ্মা ঘাটের জেলে নারায়ন জানান, গতবছর লক ডাউনে জেলেদের জন্য সরকারের দেওয়া কোন অনুদান পাইনি। বাজারের মাছের আড়ৎগুলোতে এখন মাছের সেরকম চাহিদা নেই। আবার লক ডাউনের মধ্যে দল বেঁধে নদীতে মাছ ধরাতেও নিষেধাজ্ঞা। অনেক জায়গায় মাছের জলাশয়গুলোতেও দেখা দিয়েছে পানি শূন্যতা। সামনে বর্ষায় মাছ সংগ্রহে ব্যাপক চাহিদা থাকবে। তাই এই অবসর সময়ে নিজেদের জন্য জাল বুনছি এবং জাল বুনে কিছু টাকা আয় করার চেষ্টা চালাচ্ছি।

এছাড়া জেলে ইকবাল হোসেন জানান, সঠিক সময়ে তারা কোনো প্রকার সরকারি সহায়তা পাননা। তাই এই সময়ে বসে না থেকে পুরাতন জাল বুনে ব্যস্ত সময় পার করছেন।

অধিকাংশ জেলেদের অভিযোগ, সরকারের দেওয়া কোনো সুবিধা মেলেনি তাদের কপালে। বরাদ্দের সিংহভাগই স্থানীয় ইউপি সদস্য, প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিরা লুটেপাটে খায়। তাই তারা লক ডাউন চলাকালীন মানবেতর জীবনযাপন করছে।

শেয়ার