Top

ভারতে একদিনে করোনা শনাক্ত ৮১ হাজার, মৃত্যু ১০৫৪

১৫ সেপ্টেম্বর, ২০২০ ১০:০১ পূর্বাহ্ণ
ভারতে একদিনে করোনা শনাক্ত ৮১ হাজার, মৃত্যু ১০৫৪

ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৮১ হাজার। এদিনে মারা গেছেন এক হাজার ৫৪ জন। যুক্তরাষ্ট্রে গত এক মাসে মৃত্যু কমলেও, গেল দুই সপ্তাহে ১৬টি অঙ্গরাজ্যে সংক্রমণ বেড়েছে।

ভারতে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার। চলতি মাসে যুক্তরাষ্ট্রের আরকানসাস, ইলিনয়, নর্থ ডাকোটা, সাউথ ক্যারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া, উইসকন্সিন এবং ওয়ায়োমিং অঙ্গরাজ্যে রেকর্ড করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত কমলেও দেশটি তৈরি হচ্ছে নতুন নতুন হটস্পট।

এদিকে, যুক্তরাজ্যের পর ব্রাজিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল ফের শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন তা বন্ধ থাকবে। রাশিয়ার তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের ট্রায়ালে অংশ নেবে ৫৫ হাজার স্বেচ্ছাসেবী। নভেম্বরের মধ্যে ফলাফল পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।

শেয়ার