Top
সর্বশেষ

ভারতে করোনা শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে

১৬ সেপ্টেম্বর, ২০২০ ৯:৪৭ পূর্বাহ্ণ
ভারতে করোনা শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে

ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। ভারতে করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৩৯ লাখ ৩৯ হাজার ১১১ জন। মোট মৃত্যু হয়েছে ৮২ হাজার ৯১ জনের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব মতে, বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশটিতে ৫০ লাখ ১৮ হাজার ৩৪ জন রোগী পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ১১৭ জনে। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৩৯ হাজার ১৪০ জন। সুস্থ ২ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৫৪৭ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৯৭ জনের। সুস্থ ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন।

শেয়ার