Top
সর্বশেষ

রাজশাহীতে নতুন শনাক্ত ২০২, মৃত্যু ৪

২০ এপ্রিল, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ
রাজশাহীতে নতুন শনাক্ত ২০২, মৃত্যু ৪

রাজশাহীতে প্রাণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২০২ জন শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন চারজন। আর করোনা জয় করেছেন ২৫৭ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার এবং রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ২১৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ২০২ জনের।

গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় ৭৩ জনের করোনা ধরা পড়েছে। এ ছাড়া পাবনায় ৩৯, সিরাজগঞ্জে ৩৬, রাজশাহীতে ৩০, নওগাঁয় ১০, জয়পুরহাটে ৯ এবং নাটোরে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এদিন চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে প্রাণ হারিয়েছেন ৪ জন। তাদের মধ্যে দুইজন বগুড়ার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪২ জন।

এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ২৬ হাজার ১২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৭ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সর্বোচ্চ ২৭৮ জনের প্রাণহানি ঘটেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৬০, নওগাঁয় ৩২, সিরাজগঞ্জে ২০, নাটোরে ১৫, চাঁপাইনবাবগঞ্জে ১৪, পাবনায় ১২ এবং জয়পুরহাটে ১১ জনের।

মহামারি করোনা সংক্রমণ এড়াতে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার।

শেয়ার