Top
সর্বশেষ

চীনে এবার ব্যাক্টেরিয়া সংক্রমণজনিত রোগে আক্রান্ত ৩ হাজার মানুষ

১৮ সেপ্টেম্বর, ২০২০ ৮:৫২ পূর্বাহ্ণ
চীনে এবার ব্যাক্টেরিয়া সংক্রমণজনিত রোগে আক্রান্ত ৩ হাজার মানুষ

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন হাজারের বেশি মানুষ ব্রুসেলোসিস নামে ব্যাক্টেরিয়ায় সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। গত বছর একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ব্যাক্টেরিয়াটি বের হয়ে যাওয়ায় এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে।

গানসু প্রদেশের লানঝু শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তিন হাজার ২৪৫ জনের মধ্যে ব্রুসেলোসিস রোগটি শনাক্ত হয়েছে। আরও এক হাজার ৪০১ জনের মধ্যে প্রাথমিকভাবে এটি পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এই রোগে এখনও কেউ মারা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ২৯ লাখ বাসিন্দার মধ্যে এ পর্যন্ত ২১ হাজার ৮৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

ব্রুসেলোসিস রোগটি মাল্টা জ্বর বা ভূমধ্যসাগরীয় জ্বর নামেও পরিচিত।মূলত গবাদি পশুর মাধ্যমে এর সংক্রমণ ঘটে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, জ্বর ও অবসাদ।

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে প্রাণীতে ছড়ায়। মানুষ থেকে মানুষে এই রোগের সংক্রমণ বিরল। অধিকাংশ মানুষই নোংরা খাবার বা নিশ্বাসের মাধ্যমে ব্যাক্টেরিয়াটি গ্রহণের ফলে এই রোগে আক্রান্ত হয়।

শেয়ার