Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ভোটার তালিকায় ৯ বছর মৃত, অতপর জীবিত হলেন নেত্রকোণার আওয়াল

২২ এপ্রিল, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
ভোটার তালিকায় ৯ বছর মৃত,  অতপর জীবিত হলেন নেত্রকোণার আওয়াল
নেত্রকোণা প্রতিনিধি :

ভোটার তালিকায় ৯ বছর যাবত মৃত থাকার পর অবশেষে জীবিত হলেন নেত্রকোণার মদন উপজেলার আব্দুল আওয়াল। তার নতুন ভোটার আইডি হল ৭২১৭২৬৭৩৩৬৩৯।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তভুগী আব্দুল আওয়াল।

তিনি বলেন, গত ১২ এপ্রিল ইউএনবি সহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ প্রকাশের পর বিষয়টি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর টনক নড়ে উপজেলা নির্বাচন অফিসারের।

আব্দুল আওয়াল মদন পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি ও করোনা বিষয়ক কমিটির সমন্বয়ক। ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় নির্বাচন অফিসের গাফিলতির কারণে আব্দুল আওয়ালকে মৃত উল্লেখ করা হয়।

এরপর থেকে জাতীয় পরিচয়পত্রের ভুলের কারণে নানাবিধ সমস্যার শিকার হন তিনি। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাসহ সরকারি কোন প্রকার চাকুরিতে আবেদন করতে পারেনি। এছাড়াও জমি সংক্রান্ত নানাবিধ কাজে দীর্ঘদিন যাবত ভুগছিলেন তিনি। ভোটার তালিকায় মৃত থেকে জীবিত হওয়ার জন্য ২০১৪ সাল হতে নির্বাচন অফিসে ধরণা দিয়েও কাজ হয়নি। এ কারণে চাকরির আবেদনের পাশাপাশি সরকারি সব ধরণের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমি বুধবার নির্বাচন অফিস থেকে আমার জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কাগজটি সংগ্রহ করেছি। এখন থেকে আমি ভোটার তালিকায় জীবিত। কাগজটি পেয়ে আমি খুবই খুশি। তবে আমাকে যারা ভোটার থেকে কর্তন করেছে তাদের তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ বলেন, ‘তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেয়া হয়েছে। আইডি কার্ড নিয়ে আর কোন জটিলতা নেই। তবে আমাকে সরাসরি জানালে আরো আগে হয়ে যেত।’

শেয়ার