আরও একবার নিজেকে নতুন করে চেনালেন লিওনেল মেসি। ফুটবল পায়ে আবারও দেখালেন নিজের জাদু। গেটাফের বিপক্ষে জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন বড় জয়, রেখেছেন লা লিগার লড়াইয়েও। এই ম্যাচের পর আবারও প্রশ্ন উঠল মেসির বার্সেলোনায় থাকা নিয়ে।
এই প্রশ্নের উত্তরে বার্সা কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, এই সিদ্ধান্তটা কেবলই মেসির হাতে। গেটাফের বিপক্ষে দারুণ এক জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এটি জানান তিনি। তবে কোম্যানের আশা, আরও কয়েক বছর বার্সেলোনাতেই থাকবেন মেসি।
তিনি বলেন, ‘আমার যদি মেসির সঙ্গে কথা হয়, সেটা আমি আপনাদের বলব না। বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত তার হাতে। সে কখনো মনোযোগ হারায় না। যদি সেটা করে, আপনি তার খেলায় সেটা বুঝতে পারবেন না। আমাদের তাকে দরকার। গেটাফে ম্যাচে সে এটা আবারও দেখিয়েছে। আশা করি সে আরও কয়েক বছর এখানে থাকবে।’
গেটাফের বিপক্ষে জয়ের পর শীর্ষে থাকা দুই ক্লাবের সঙ্গে ব্যবধান কমেছে বার্সেলোনার। যদিও এক ম্যাচ কম খেলা বার্সা ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে। কোম্যান অবশ্য মনে করেন, বাকিদের চেয়ে শক্তিশালী নয় তার দল।
তিনি বলেন, ‘আমার মনে হয় না আমরা অন্য তিন দলের চেয়ে বেশি শক্তিশালী। তারাও ম্যাচ জিতছে, এবং আমাদের সবারই কঠিন ম্যাচ আছে সামনে। শেষদিন পর্যন্ত লড়াই চলবে।’
/এমএইচ