Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

২৪ এপ্রিল, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ
বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মানাধীণ বিদ্যুৎ কেন্দ্রে গুলি বর্ষণে নিহত ৭ শ্রমিক হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ মানববন্ধনের আয়োজন করে।

জাতীয় শ্রমিক লীগ কষ্টিয়ার সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে শহরের প্রধান সড়ক এনএস রোডস্থ কুষ্টিয়া হাইস্কুল মার্কেটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্কপের শরীক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বিনা উস্কানীতে শ্রমিকদের উপর কাপুরুষোচিত গুলিবর্ষণে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণসহ শ্রমিকদের বিরুদ্ধে গুলিবর্ষণকারী পুলিশের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিহত শ্রমিক পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ারও হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জাসদ সভাপতি গোলাম মহসিন, বাসদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমরেড শফিউর রহমান শফি, জেলা সিপিবির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাসদ নেতা কারশেদ আলম, স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পলান বিশ্বাস, সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুষ্টিয়ার সভাপতি আশরাফুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক এসরারুল হক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক নীল কমল বিশ্বাস, জাতীয় শ্রমিক জোটের সাধরণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধরণ সম্পাদক আয়ুব আলী, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলী এবং শ্রমিক নেতা আমানত শেখ প্রমুখ।

শেয়ার