Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

চুয়াডাঙ্গার প্রেমিকের বাড়িতে প্রেমিকার সন্তান প্রসব!

২৭ এপ্রিল, ২০২১ ২:১৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার প্রেমিকের বাড়িতে প্রেমিকার সন্তান প্রসব!
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কালা গ্রামে এক কুমারী যুবতি প্রেমিকার বাড়িতে এসে সন্তানের জন্ম দিয়ে আলোচনার খোরাকে পরিণত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার ভোর রাতে।

প্রেমিক রাজু প্রেমিকা বিয়ে করে স্ত্রী হিসেবে গ্রহণ না করায় ওই যুবতী এ কান্ড ঘটিয়েছে বলে জানা গেছে। বর্তমানে সন্তান জন্মদানকারী যুবতী কালা গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করেছে বলে জানা যায়।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলা রমনোহরপুর ইউনিয়নের কালা গাঙপাড়ার মাসুদ রানার মেয়ে ফাতেমা খাতুন (১৬) চলতি বছর এসএসসিপরিক্ষার্থী। অপরদিকে একই গ্রামের মহিউদ্দিনের ছেলে রাজু মিয়া (২০) এইচএসসি পরীক্ষার্থী। ফাতেমা খাতুনের বাবা-মা ঢাকায় গার্মেন্টস কর্মী হিসাবে চাকরি করেন। সেই সুবাদে ফাতেমা ঢাকাতেই লেখাপড়া করে।

ফাতেমা খাতুন জানায়, রাজুর সাথে তার ৫ বছর ধরে প্রেমজ সম্পর্ক গড়ে উঠেছে। একপর্যায়ে তা শারীরিক সম্পর্কে রূপ নেই। এতে সে অন্তসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি প্রেমিক রাজুকে জানালে সে আমাকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বলে আমরা এখন থেকে স্বামী-স্ত্রী। গর্ভের সন্তার বড় হয়ে যাওয়ায় গত কয়েকদিন পূর্বে আমি ঢাকা থেকে বাড়িতে চলে আসি এবং আমাকে বাড়িতে তুলে নেয়ার জন্য রাজুকে চাপ দিই। কিন্তু সে বাড়িতে তুলে না নেয়ায় দাদা শাহাদত ম-লের বাড়িতে উঠি।

রোববার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে প্রসব বেদনা শুরু হলে আমি রাজুদের বাড়িতে চলে আসি এবং পুত্র সন্তানের জন্ম দিই। এ ব্যাপারে অভিযুক্ত রাজুর বাড়ীতে গিয়ে তাকে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র সে মোবাইল ফোনটি কেটে দেয়। তবে রাজুর বাবা মহিউদ্দিন ও মা ববিতা খাতুন বলেন, রাজুর সাথে ফাতেমার কোনো সম্পর্কের খবর আমাদের জানা ছিলো না। রোববার ভোরের দিকে হঠাৎ করেই ফাতেমা আমাদের বাড়িতে আসে এবং বাচ্চা প্রসব করে। সেই সাথে ওই শিশুর পিতা রাজু বলে দাবী করে।

এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ইদবারী সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাপারটি আমরা স্থানীয়ভাবে আপস নিস্পত্তির চেষ্টা চালাচ্ছি।

 

 

শেয়ার