Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সময় টিভির রংপুর ব্যুরো প্রধানকে গ্রেফতারের দাবীতে আল্টিমেটাম

২৭ এপ্রিল, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
সময় টিভির রংপুর ব্যুরো প্রধানকে গ্রেফতারের দাবীতে আল্টিমেটাম
রংপুর প্রতিনিধি :

সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক মুমিনুর রহমান ওরফে রতন সরকারের কোনো ক্ষতি হলে তার দায়ভার পুলিশ প্রশাসনকে বহন করতে হবে বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। মঙ্গলবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের হল রুমে এক সংবাদ সন্মেলন এই ঘোষনা দেওয়া হয়।

সংবাদ সন্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পরও সাংবাদিক রতন সরকারকে গ্রেফতার না করার বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের ব্যর্থতা। যা সমাজের প্রত্যেকটি মানুষকেও উদ্বিগ্ন করেছে। তারাও শংকিত পুলিশের কাছে নায্য বিচার পাওয়া নিয়ে। রতন সরকার শক্রুক্ষর দ্বারা ক্ষতির সন্মুখিন হলে তার সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনকেই বহন করতে হবে। রংপুর সিটি মেয়র ও সিটি পরিষদ তার ক্ষতির কোন দায় দায়িত্ব বহন করবে না।

তিনি বলেন,ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ৬০ ঘণ্টা অতিবাহিত হলেও সাংবাদিক রতন সরকারকে গ্রেফতার না করায় এ সংবাদ সম্মেলন করেন সিটি পরিষদ।

লিখিত বক্তব্যে টিটু বলেন, রংপুরে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের সিনিয়র প্রতিবেদক আনজারুল ইসলাম ওরফে জুয়েল আহমেদ এবং সময় সংবাদের প্রতিবেদক মমিনুর রহমান ওরফে রতন সরকারের মধ্যে গত ২২ এপ্রিল সংঘটিত অপ্রীতিকর ঘটনাটিকে রতন সরকার ভিন্নখাতে প্রবাহিত করে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং রংপুর সিটি করপোরেশন পরিষদের ওপর চাপিয়ে মিথ্যাচারে লিপ্ত হন। সাংবাদিক রতন সরকার ওই দিন সিটি করপোরেশনকে জড়িয়ে মিথ্যাচার করেন। শুধু তাই নয় ঘটনার পরদিন রতন সরকার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মেয়র ও সাংবাদিক সংগঠনকে জড়িয়ে মিথ্যাচার, বানোয়াট ও মনগড়া তথ্য তুলে ধরে স্ট্যাটাস দেন।’

সে কারণে সিটি পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করে গত ২৪ এপ্রিল রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

প্যানেল মেয়র বলেন, মামলার ৬০ ঘন্টা অতিবাহিত হলেও সাংবাদিক রতন সরকারকে এখন পুলিশ গ্রেফতার করতে পাওে নাই। সিটি পরিষদের ৩৩ জন সাধারণ এবং ১১ জন মহিলা কাউন্সিলর যৌথভাবে কোতয়ালী থানায় গিয়ে পুলিশের কাছে সাংবাদিক রতন সরকারকে গ্রেফতারের দাবি জানালে কোতয়ালী থানার ওসি তাকে গ্রেফতারের আশ্বাস দিয়েও অজ্ঞাত কারণে গ্রেফতার করে নি। ইতােমধ্যেই রতন সরকার তার ফেসবুক আইডিতে সরকারি, বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট উষ্কানিমূলক স্ট্যাটাস দিয়ে শত্রুতা তৈরি করে রেখেছেন।

সংবাদ সম্মেলন থেকে সাংবাদিক রতন সরকারকে গ্রেফতারে মেট্রোপলিন পুলিশ কমিশনারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। অন্যথায় লাগাতর কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন সিটি পরিষদ। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মীর মো. জামাল উদ্দিন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রহমতুল্লা বাবলা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার