Top
সর্বশেষ

কোপা আমেরিকার আগেই করোনার টিকা নেবেন মেসিরা

৩০ এপ্রিল, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
কোপা আমেরিকার আগেই করোনার টিকা নেবেন মেসিরা

আগামী জুনে দেশের মাটিতে কোপা আমেরিকায় আরও একবার আন্তর্জাতিক ট্রফির খোঁজে মাঠে নামবেন লিওনেল মেসি। তবে তার আগে বাধ্যতামূলক করোনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে কোপা আমেরিকায় অংশ নিতে যাওয়া দেশগুলোকে। চীনা সিনোভ্যাক প্রজাতির টিকা দেওয়া হবে সবাইকে, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।

দক্ষিণ আমেরিকায় করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি উন্নতির দিকে গড়ায়নি। এরই মধ্যে কোপা আমেরিকার আয়োজন করছে সেখানকার সর্বোচ্চ ফুটবল সংস্থা কনমেবল। আর তাই আয়োজনের আগেই বেঁধে দিয়েছে বেশ কিছু বিধিনিষেধ। তারই একটা, করোনার ভ্যাকসিন গ্রহন।

সম্প্রতি স্প্যানিশভাষী সংবাদ মাধ্যম টিভিথ্রির এক প্রতিবেদনে উঠে এসেছে এ বিষয়টি। তারা জানায় গত বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন এমন নিয়মকানুন বেঁধে দিয়েছে। কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ বলেন, ‘এটা আমাদের খেলোয়াড় ও পরিবেশকে আরও একটা হাতিয়ার দেয়। কারণ আমরা জানি যে একটা দল শুধুমাত্র খেলোয়াড় দিয়ে তৈরি হয় না, আর তাই দলের সবাইকে ভ্যাকসিন নিতে হবে।’

কনমেবল সিনোভ্যাকের পঞ্চাশ হাজার টিকা পেয়েছে ইতোমধ্যেই। তবে করোনাভাইরাসের এই ভ্যাকসিনটি এখনো অনুমোদন দেয়নি আর্জেন্টাইন সরকারের। ফলে সম্ভাবনা আছে শুধুমাত্র করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য মেসিদেরকে দেশে পা দেওয়ার আগে যেতে হতে পারে উরুগুয়েতে!

শেয়ার