ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২২ কোটি ৭৩ লাখ ৫১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসোসিয়েটেড অক্সিজেনের দর বেড়েছে ৩৩ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৯০ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের বেড়েছে ২৯ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ৭৪ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ২৬ দশমিক৫৬ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ১২ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৫৮ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৩৮ শতাংশ ও রহিমা ফুডের শেয়ার দর ১৪ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস