Top
সর্বশেষ

আর্জেন্টাইন-ব্রাজিলিয়ান ঝলকে বসুন্ধরা কিংসের দুর্দান্ত জয়

০১ মে, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ
আর্জেন্টাইন-ব্রাজিলিয়ান ঝলকে বসুন্ধরা কিংসের দুর্দান্ত জয়
স্পোর্টস ডেস্ক :

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সকালে বলেছিলেন, এফসি কাপ খেলতে মালদ্বীপ যাওয়ার আগে প্রিমিয়ারের তিনটি ম্যাচ ভালোভাবে জিততে চাই। শুক্রবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে দারুণ এক জয়ই পেল তার দল।

উত্তর বারিধারার বিপক্ষে জয় দিয়ে প্রথম পর্ব শুরু করেছিল। সেই উত্তর বারিধারাকে আরও বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নরা শুরু করলো দ্বিতীয় পর্ব। জয়ের ব্যবধান ৬-০। সবকটি গোলই এসেছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবলারদের ছোঁয়ায়। দুটি করে গোল আর্জেন্টিনার রাউল অস্কার বেসেরা, ব্রাজিলের রবিনহো আর ফার্নান্দেজের।

শুরু থেকে আক্রমণ, তৃতীয় মিনিটেই গোল। গোলের উৎসব শুরু হয় রাউলকে দিয়ে, শেষ করেন রবিনহো ইনজুরি সময়ে পেনাল্টি গোলে। মাঝের গোলগুলো আসে ১০ মিনিটে জোনাথন, ৩৪ মিনিটে রবিনহো, ৫৫ মিনিটে জোনাথন ৬৩ মিনিটে রাউল অস্কারের কাছ থেকে।

প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের এটি ১২তম জয়। ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করলো চ্যাম্পিয়নরা।

 

শেয়ার