Top

দর পতনের শীর্ষে এসোসিয়েট অক্সিজেন

০২ মে, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে এসোসিয়েট অক্সিজেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসোসিয়েট অক্সিজেন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৩৩ বারে ১৯ লাখ ৪০ হাজার ৮৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮১৬ বারে ৩৬ লাখ ৪১ হাজার ৭২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭৪৮ বারে ১৪ লাখ ৭০ হাজার ৪৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ১২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-মাইডাস ফাইন্যান্সের ৪ দশমিক ৬৩ শতাংশ, নর্দান ইন্সুরেন্সের ৩ দশমিক ৮২ শতাংশ, রেকিট বেনকিজারের ৩ দশমিক ৭৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৬৩ শতাংশ, গ্রামীণ-২ মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৫৯ শতাংশ, অলটেক্সের ৩ দশমিক ৫৭ শতাংশ ও আইসিবি সোনালী-১ মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৫২ শতাংশ  দর কমেছে ।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার