Top
সর্বশেষ

নিউইয়র্কে ফের বাড়ছে করোনা সংক্রমণ

২৮ সেপ্টেম্বর, ২০২০ ৯:০৯ পূর্বাহ্ণ
নিউইয়র্কে ফের বাড়ছে করোনা সংক্রমণ

নিউইয়র্কে ফের বাড়ছে করোনা সংক্রমণ। রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা জানান, প্রতিদিন ১ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছে।

নিউইয়র্কের গভর্নর অ‌্যান্ড্রু কোমোর এক টুইটে বলেন, শুক্রবার ৯৯ হাজার ৯৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে দেড় হাজার জনের করোনা পজিটিভ। এটি গুরুত্বপূর্ণ যে, নিউইয়র্কবাসীকে করোনা মোকাবিলায় মৌলিক বিধিনিষেধ মেনে চলতে হবে। এতে করোনা পরিস্থিতির অবনতি ও শীতকালীন ফ্লু মোকাবিলায় সক্ষমতা তৈরি হবে।

তিনি আরও জানান, করোনা সংক্রমণের সর্বোচ্চ সীমা অতিক্রমের পর থেকে নিউইয়র্কের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭৩ লাখ ২১ হাজার ৩৪৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মোট ২ লাখ ৯ হাজার ৪৫৩ জন।

শেয়ার