Top
সর্বশেষ

দেশের বাজারে মটো জি৩০ স্মার্টফোন

০৭ মে, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
দেশের বাজারে মটো জি৩০ স্মার্টফোন
অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বাজারে মটোরোলা পরিবারে যুক্ত হলো মটো জি ৩০ মডেলের স্মার্টফোন। শক্তিশালী ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ফোনটির বাজার মূল্য ১৯,৯৯৯ টাকা।

মটো জি ৩০ বৈশিষ্ঠ্য: পারফর্মেন্স এর বিচারে ফোনটিকে বলা হচ্ছে ‘সলিড অলরাউন্ডার’। এতে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সসহ কোয়াড ক্যামেরা সেট আপ, ৫০০০ মিলিএম্পিয়ারের ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.৫ ইঞ্চি ডিসপ্লে এবং এন্ড্রয়েড ১১ এর অপারেটং সিস্টেম৷

মটো জি ৩০ পাওয়া যাবে নিকটস্থ সব মোবাইলের দোকানে৷ এর বিক্রয়মূল্য ১৯,৯৯৯ টাকা। তবে অনলাইনে www.salextra.com.bd এবং www.daraz.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র ১৭,৯৯৯ টাকায়৷

বিস্তারিত জানতে ভিজিট করুন মটোরোলা বাংলাদেশের ফেসবুক পেজ https://www.facebook.com/HelloMotoBangladesh এবং মটোরোলার ইন্সটাগ্রাম পেজ https://www.instagram.com/motorolabangladesh/

শেয়ার