ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৬ কোটি ৮৫ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের দর কমেছে ১১ দশমিক ৩৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৯ লাখ ২৯ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংকের দর কমেছে ১১ দশমিক ০২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৪ শতাংশ, এম.এল ডাইংয়ের ৮ দশমিক ৭২ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৪৪ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৮ দশমিক ৩৩ শতাংশ, আরএসআরএম স্টিলের ৮ দশমিক ৩৩ শতাংশ, রূপালি ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১১ শতাংশ ও খুলনা প্রিন্টিংয়ের ৭ দশমিক ৮৭ শতাংশ শেয়ার দর কমেছে।
শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস