Top
সর্বশেষ

সাউথ বাংলা ব্যাংকের আইপিও অনুমোদন

০৯ মে, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ
সাউথ বাংলা ব্যাংকের আইপিও অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস (এসবিএসি) ব্যাংকের আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ।

রোববার বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আইপিও অনুমোদন বিষয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ব্যাংক যেহেতু জনগণের অর্থ দ্বারা পরিচালিত সেহেতু তার প্রতিটি কার্যক্রমে ডিউ ডিলিজেন্স যথাযথভাবে পরিপালিত হয়ে থাকে। আর পুঁজিবাজারে অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাংকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বাড়বে। আমাদের ব্যাংকের আর্থিক সূচকগুলো আরও উন্নতির মাধ্যমে বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। পাশাপাশি করপোরেট সুশাসন নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, পুঁজিবাজার থেকে আমরা একশ’ কোটি টাকা উত্তোলন করে আইপিওর খরচ ব্যতীত বাকি অর্থই সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে।

বিএসইসি সূত্র মতে, সাউথ বাংলা ব্যাংক শেয়ারবাজার ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত, বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৮৪ কোটি ৬৪ লাখ টাকা। সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো। ২০২০ সমাপ্ত বছরের জন্য এখনো লভ্যাংশ ঘোষণা করেনি।

উল্লেখ,সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির অনুমোদন পেয়েছে ২০১৩ সালে। সারা দেশে ব্যাংকটির ৮৩টি শাখা রয়েছে। উপ-শাখা ১২টি।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার