Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সেভিয়ার বিপক্ষে ড্র করে লিগ জমিয়ে তুলল রিয়াল

১০ মে, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
সেভিয়ার বিপক্ষে ড্র করে লিগ জমিয়ে তুলল রিয়াল

ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সুখবর এসেছিল রিয়াল মাদ্রিদ শিবিরে। অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় রিয়ালের সুযোগ ছিল সেভিয়াকে হারিয়ে লিগের শীর্ষে ওঠার। তবে ঘরের মাঠে শীর্ষে ওঠা তো দূরের কথা উল্টো হারতে বসেছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে দুই দুইবার পিছিয়ে পড়েও ৯৫তম মিনিটের গোলে শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় শেষ করে। আর তাতেই লা লিগার শিরোপার দৌড় আরও জমিয়ে তোলে লস ব্ল্যাঙ্কোসরা।

লা লিগার ৩৫তম রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার গোলশূন্য ড্র’র পরে সেভিয়ার সঙ্গে রিয়ালের ড্র। তাতেই আবারও শীর্ষস্থান পোক্ত হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। আর বার্সাকে টপকে আবারও দুইয়ে উঠে এসেছে রিয়াল। ২৩ জয়, ৮ ড্রতে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ডিয়েগো সিমিওনের দল। ২২ জয় ৯ ড্র’তে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ২৩ জয় ৬ ড্র’তে রিয়ালের সমান ৭৫ পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকে তিনে বার্সা। আর রিয়ালকে রুখে দেওয়া সেভিয়া চারে আছে ৭১ পয়েন্ট নিয়ে।

ম্যাচে প্রথম সুযোগেই জালে বল পাঠিয়েছিলেন রিয়ালের করিম বেনজেমা। তবে বেনজেমার গোলে অ্যাসিস্ট করার আগে অফসাইড পজিশনে ছিলেন আলভারো ওদ্রিওজোলা। আর তাতেই ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। গোল বাতিল হলেও বেশ গোছালো ফুটবল খেলছিল জিদানের দল।

তবে প্রতি আক্রমণে রিয়ালের রক্ষণকে বেশ ভুগাচ্ছিল সেভিয়া। যার ফল মিলল হাতেনাতেই। ম্যাচের ২২তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে ইভান রাকিটিচ হেডে জটলার মধ্যে খুঁজে নেন ফার্নান্দোকে। ছয় গজ বক্সের বাইরে ঠাণ্ডা মাথায় এক ঝটকায় ক্যাসেমিরোকে ছিটকে ওদ্রিওজোলার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

এরপর ম্যাচের প্রথমার্ধে দুই পক্ষের কেউই আর গোলের তেমন সুযোগ তৈরি করতে না পারলে সেভিয়া ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে এ এক অন্য রিয়ালেরই যেন দেখা মিলল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অনেক দূর থেকে চেষ্টা করেন লুকা মদ্রিচ। সোজাসুজি থাকলেও বোনো বল হাতে জমাতে পারেননি, কর্নার পায় রিয়াল। ওই কর্নারেই ডি বক্সে সেভিয়ার একজনের হাতে বল লাগলে পেনাল্টি আবেদন জানায় স্বাগতিকরা, তবে সাড়া দেননি রেফারি। খেলার ৬৫তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়র। মদ্রিচের পাস ধরে টনি ক্রুস বাড়ান গোলমুখে। কিন্তু শট নিতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার হাঁটুতে লেগে বল যায় বাইরে।

তবে গোলের জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি লস ব্ল্যাঙ্কোসদের। ৬৭তম মিনিটে ক্রুসের পাস ডি বক্সে ডান দিকে পেয়ে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন মার্কো অ্যাসেন্সিও।

তবে নাটকের জন্ম হয় ম্যাচের ৭৫তম মিনিটে। দারুণ এক প্রতি আক্রমণে সেভিয়ার ডি বক্সে ফাউল হন বেনজেমা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত; আক্রমণের শুরুতে রিয়ালের ডি বক্সে এডার মিলিতাওয়ের হাতে বল লেগেছিল। আর তাতেই সিদ্ধান্ত বদলে সেভিয়াকে উল্টো পেনাল্টি উপহার দেন রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন সাবেক বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচ।

এরপর মরিয়া হয়ে গোলের পেছনে ছুটতে থাকে রিয়াল। গোল হজম করার পরেই ভিনিসিয়াসকে তুলে এডেন হ্যাজার্ডকে মাঠে নামার জিদান। তবে কোনোভাবেই গোলের দেখা মিলছিল না রিয়ালের। খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষ যোগ করা অতিরিক্ত সময়ের ৪র্থ মিনিটে এডেন হ্যাজার্ড দুর্দান্ত শট নেন আর তাতেই বল জড়ায় জালে। তবে জালে জড়ানোর আগে সেভিয়ার এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে যায়। এতেই শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র’তে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

শেয়ার