Top
সর্বশেষ

পোশাক কারখানায় ৯৮ শতাংশ বেতন পরিশোধ

১২ মে, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
পোশাক কারখানায় ৯৮ শতাংশ বেতন পরিশোধ

এবারের ঈদে তৈরি পোশাক কারখানায় দু/একটি কারখানা বাদে প্রায় শতভাগ কারখানাতেই বেতন-বোনাস নিশ্চিত করতে পেরেছেন মালিকপক্ষ। বিজিএমইএ’র হিসাব বলছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত ৯৭ দশমিক ৫৪ শতাংশ কারখানায় বেতন পরিশোধ করা হয়েছে। আর ৯৯ শতাংশ কারখানার শ্রমিকরা ঈদের বোনাস পেয়েছেন।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বুধবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বিজিএমইএ’র সদস্যভুক্ত চলমান কারখানা ১ হাজার ৯১৩টি। এর মধ্যে ঢাকা অঞ্চলে ১ হাজার ৬৬৭টি ও চট্টগ্রামে ২৪৬টি। মঙ্গলবার (১১ মে) পর্যন্ত ১ হাজার ৮৬৬টি কারখানা বেতন সম্পন্ন করেছে যা শতকরা হিসাবে ৯৭ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬৫২টি ও চট্টগ্রামে ২১৪টি। আর ঢাকায় ১ হাজার ৮৮২টি কারখানা বোনাস পরিশোধ করেছে। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬৫৯টি ও চট্টগ্রামে ২২৩টি কারখানা বোনাস পরিশোধ করেছে, যা শতকরা ৯৯ শতাংশ।’

অন্যদিকে ঢাকায় আজ বুধবার ১৫টি কারখানা এবং চট্টগ্রামে ৮টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। এ ছাড়া চট্টগ্রামে ৩২টি কারখানা বেতন এবং ২৩টি কারখানা বোনাস পরিশোধ করবে বলে জানান বিজিএমইএ সভাপতি।

শেয়ার