Top
সর্বশেষ

শপিংমল-দোকানপাট বন্ধ ২৩ মে পর্যন্ত

১৬ মে, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
শপিংমল-দোকানপাট বন্ধ ২৩ মে পর্যন্ত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী সাত দিন দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।

তিনি জানান, এর আগে আমরা দোকানপাট ও শপিংমল খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম। তখন আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে খুলে দেওয়া হয়েছিল। এবার আমরা খুলে দেওয়ার আবেদন করিনি। কারণ মাত্র ঈদ শেষ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এমনিতেই অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই পরিস্থিতি কী হয় তা দেখে পরে আমরা সিদ্ধান্ত নেব-জানান দোকান মালিকদের এ নেতা।

রোববার (১৬ মে) দুপুরে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।

নতুন নির্দেশনায় বলা হয়, চলমান বিধিনিষেধের সময় সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর, জরুরি পরিষেবা আওতাভুক্ত থাকবে এবং খাবার হোটেল ও রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।

শেয়ার