ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ট জার্মেই। ফাইনালে প্রতিপক্ষ মোনাকোকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। এ নিয়ে গত সাত বছরের মধ্যে ষষ্ঠবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতল প্যারিসের এ জায়ান্ট ক্লাব।
পিএসজি’কে প্রথমে এগিয়ে দেন মাউরো ইকার্দি। ম্যাচ শেষের নয় মিনিট আগে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন কাইলিয়ান এমবাপ্পে। টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ মাউরিসিও পোচেত্তিনোর অধীনে এ নিয়ে দ্বিতীয় ট্রফি জিতল নেইমারহীন দল। এর আগে জানুয়ারিতে তারা জিতেছে ট্রফি দেস চ্যাম্পিয়নস।
অন্য দিকে বর্তমান ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি এখন এফসি লিল থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে। শেষ রাউন্ডে হবে ফরাসি লিগ ওয়ানের শিরোপা নির্ধারণ।