Top
সর্বশেষ

বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা দি‌চ্ছে চীন

২১ মে, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা দি‌চ্ছে চীন

বাংলা‌দেশ‌কে আরও ছয় লাখ ডোজ ক‌রোনার টিকা উপহার হি‌সে‌বে দি‌চ্ছে চীন। এ‌টি বাংলাদেশ‌কে দেওয়া চীনের দ্বিতীয় টিকা উপহার।

শুত্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। এ‌তে বলা হয়, চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‌য়ের কাছে টিকার জন্য কূট‌নৈ‌তিক পত্র দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন। তারই প‌রি‌প্রেক্ষি‌তে আজ টে‌লি‌ফো‌নে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন‌কে বাংলা‌দে‌শে‌কে ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান ওয়াং ই।

এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।

শেয়ার