Top
সর্বশেষ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

২২ মে, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২২ মে) জেলা শহরের মুজিব চত্তরে হরিণাকুন্ডু, শৈলকুপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই কর্মসূচীতে অংশগ্রহণ করে। কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ সেলিম।

এছাড়াও ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম,এ কবিরসহ জেলার অন্যান্য উপজেলার সাংবাদিক নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, দূর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের বাঁচাতে একজন সৎ ও নির্ভিক সাংবাদিককে জেলে দিয়েছেন। যে সাংবাদিক একের পর এক স্বাস্থ্য খাত নিয়ে প্রতিবেদন করে যাচ্ছিলেন। তার প্রতিবেদনে উঠে আসছিল ঐ খাতের সব অনিয়ম আর দূর্নীতি। তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন, পাশাপাশি দূর্নীতিবাজ কর্মকর্তাদের অঢেল সম্পদের উৎস খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

এছাড়াও সমাবেশ থেকে সারা দেশে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধের জোর দাবি জানান।

শেয়ার