Top
সর্বশেষ

ফেনীতে ৪৫ শয্যার আইসোলেশন সেন্টারের উদ্বোধন

২৩ মে, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
ফেনীতে ৪৫ শয্যার আইসোলেশন সেন্টারের উদ্বোধন
ফেনী প্রতিনিধি :

ফেনী জেলা পুরাতন কারাগারে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে চালু করা হয়েছে। রোববার দুপুরে ৪৫ শয্যার আইসোলেশন সেন্টার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো: মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন। উদ্বোধনকালে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এসময় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফজলুল হক, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুর ন্নবী, সিভিল সার্জন ডাঃ রফিক উস সালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা বিএমএর সভাপতি ডা: সাহেদুল ইসলাম ভূঞা কাউসার উপস্থিত ছিলেন। ফেনী কারাগারে জেলার শাহাদাত হোসেন জানান, ফেনী জেলা কারাগার মোট ৪৫ শয্যার আইসোলেশন সেন্টারের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৫ শয্যা মহিলাদের জন্য নির্ধারিত রয়েছে।

জেল সুপার আনোয়ারুল করিম জানান, ফেনী কারাগারকে স্থানান্তর করে শহরতলীর রাণীর হাটে নেয়া হয়। সেই সুবাধে খালি পড়ে থাকা শহরের জেল রোড়ের পুরাতন কারাগারের ৪ তলা ভবনকে আইসোলেশন সেন্টার হিসেবে পরিনত করা হয়েছে।

এ আইসোলেশন সেন্টারে চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে করোনা আক্রান্তদের রেখে চিকিৎসা দেয়া হবে। একইদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার, কিশোরগঞ্জ কারাগারেও আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়।

শেয়ার