Top
সর্বশেষ

ইতিহাস গড়তে ‘প্রস্তুত’সিটি

২৫ মে, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
ইতিহাস গড়তে ‘প্রস্তুত’সিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের শিরোপা যাচ্ছে ইংল্যান্ডে। রোমাঞ্চের ব্যাপার হচ্ছে- লন্ডন নাকি ম্যানচেস্টারে উৎসব হবে? উত্তরটা মিলে যাবে আগামী শনিবার রাতে। যেখানে পোর্তোর অল ইংল্যান্ড ফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে রাখলেন সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা।

চেলসির জন্য এটা হবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনাল। কয়েক বছর আগে প্রথমবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে বাজিমাত করে পশ্চিম লন্ডনের ক্লাবটি। ম্যানচেস্টার সিটির জন্য এটাই প্রথম ফাইনাল। এবার বাজিমাত করতে চায় সিটি; স্বপ্ন ইতিহাস গড়ার। কাজটা কঠিন। কারণ এই মৌসুমে দুবার এই চেলসির কাছেই হেরেছে ম্যানচেস্টার সিটি।

কিন্তু এবারের প্রেক্ষাপট আলাদা। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতে পুরো মৌসুমের প্রতিশোধ নিতে মরিয়া সিটি। দলটির কোচ গার্দিওলাও ভীষণ আত্মবিশ্বাসী, ‘আমি আমার দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। আপনি কল্পনা করতে পারবেন না আমি দল নিয়ে কতটা আশাবাদী। আমরা জানি আমাদের কী করতে হবে। আমরা ইতিহাস গড়তে চাই। সবটুকু নিংড়ে দিতে চাই।’

সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে চায় চেলসিও। এই দলের প্রধান কোচ টমাস টুখেল। যিনি গত মৌসুমে পিএসজিকে ফাইনালে নিয়েও শিরোপা জিততে ব্যর্থ হয়েছেন। পরে এই মৌসুমের মাঝপথে তাকে অব্যাহতি দেয় পিএসজি। সুযোগ লুফে নেয় চেলসি। জানুয়ারিতে জার্মান কোচকে নিযুক্ত করেন চেলসি মালিক রোমান আব্রামোভিচ।

টুখেলের ছোঁয়ায় বদলে যায় চেলসি। মৌসুমের মাঝপথ পর্যন্ত নিজেকে হারিয়ে খোঁজা দলটা টুখেলের অধীনে চমৎকার ফুটবল খেলেছে। সিটি কোচ গার্দিওলা তাই সতর্ক, ‘তারা প্রস্তুত। আমি জানি তারা কতটা ভালো দল। তাদের দলের কয়েকজনকে আমি অনেক বছর ধরে চিনি। তারা এখনো সেরা একাদশ সাজায়নি।’

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সিটির শুরুর একাদশ চূড়ান্ত করেননি গার্দিওলা নিজেও। তবে ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে মৌসুমের শেষ ম্যাচে সিটির হয়ে খেলবেন না সার্জিও অ্যাগুয়েরো। তার বার্সেলোনায় যাওয়ার আভাস দিয়েছেন গার্দিওলা। তাতে কি! এই মৌসুমে সিটির বেঞ্চ দিয়েই তো একটা শক্তিশালী দল হয়!

চেলসি কোচ টুখেল এক সময় গার্দিওলার সহকারী ছিলেন। বায়ার্ন মিউনিখে থাকাকালীন জার্মান কোচকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। সেই পর্যবেক্ষণ থেকেই শিষ্যের প্রতি তার ভাষ্য, ‘বায়ার্ন মিউনিখে কাজ করার সময় মিউনিখের সুন্দর একটা রেস্টেুরেন্টে সে ডিনারের আয়োজন করেছিল।’

গার্দিওলা যোগ করেন, ‘ওই সময় আমরা ফুটবল ফুটবল এবং ফুটবল নিয়েই কথা বলেছি। কে কেমন খেলে, ম্যাচের কোন পরিস্থিতিতে কী করণীয়- এসব নিয়ে আলোচনা করেছি। তার কাছ থেকে আমিও অনেককিছু শিখেছি। আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সে জানে, আমিও জানি, আমরা দুজনেই এটা (শিরোপা) জিততে চাই।’

শেয়ার