Top
সর্বশেষ

সাতক্ষীরা উপকূলে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলছে

২৭ মে, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরা উপকূলে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলছে
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে লন্ডভন্ড হয়ে যাওয়া বেড়িবাঁধগুলোর কিছু কিছু এলাকা রাতেই সংস্কার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে থেকে আবার উপকূলবাসী বাঁধ রক্ষায় কাজ করে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের লোকজন ও স্বেচ্ছাসেবীরা এই কাজে সহায়তা করছেন।

এদিকে, কয়েকটি গ্রামে জোয়ারের পানি ঢুকলেও তা ভাটায় নেমে গেছে। গ্রামবাসী তাদের ঘরবাড়ি সংস্কারেরও কাজ করছেন।

ইয়াসের প্রভাবে উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশের শত শত চিংড়ী ঘের পানিতে সয়লাব হয়ে গেছে। ফলে কয়েক শতকোটি টাকার চিংড়ী মাছ ভেসে গেছে।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানিয়েছেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরুপন করা যায়নি। তবে এ ব্যাপারে কাজ চলছে।

জোয়ারের পানিতে কিছু এলাকার সড়ক দেবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজও সকাল থেকে সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টি ও মৃদু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

শেয়ার