Top
সর্বশেষ

দক্ষিনাঞ্চলের ৬ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী পাট চাষ হয়েছে

২৭ মে, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
দক্ষিনাঞ্চলের ৬ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী পাট চাষ হয়েছে
মাগুরা প্রতিনিধি :

চলতি মৌশুমে দক্ষিনাঞ্চলের ৬ টি জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমাতে পাট চাষ হয়েছে।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি ২০২১-২২ মৌসুমে যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই ছয়টি জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার ৮২৫ হেক্টর জমিতে বেশি পাটের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৬২ হাজার ৬৪৫ হেক্টর জমি। কিন্তু ইতোমধ্যে আবাদ হয়েছে এক লাখ ৬৫ হাজার ৪৭০ হেক্টর জমিতে।

এরমধ্যে যশোর জেলায় ২৬ হাজার ১২৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ঝিনাইদহ জেলায় ২২ হাজার ৮৬০ হেক্টর, মাগুরা জেলায় ৩৫ হাজার ২৭০ হেক্টর, কুষ্টিয়া জেলায় ৪০ হাজার ৯৬০ হেক্টর, চুয়াডাঙ্গা জেলায় ২০ হাজার ২১৫ হেক্টর ও মেহেরপুর জেলায় ২০ হাজার ৪০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তা সুশান্ত কুমার প্রামানিক জানান, আবহাওয়া অনুকুলে থাকলে পাটের উৎপাদন এ মৌশুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী উৎপাদন হবে। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা করে আসছে।

শেয়ার