Top
সর্বশেষ

ভোলায় গ্যাসকূপ খননে অনুমোদন

২৭ মে, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
ভোলায় গ্যাসকূপ খননে অনুমোদন

সরকার দ্বীপজেলা ভোলায় গ্যাসকূপ খনন কাজের অনুমোদন দিয়েছে। ভোলায় তিনটি কূপ খনন করা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৬৪৮ কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি সভায় এ সংক্রান্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব,সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাপেক্স কর্তৃক রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রীয় কোম্পানি গাজপ্রমের কাছ থেকে ভোলা জেলায় টার্ন-কি পদ্ধতিতে তিনটি কূপ খনন কাজের অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৬৪৮ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৮৫০ টাকা।

 

শেয়ার