Top
সর্বশেষ

হাসপাতালে খালেদা জিয়ার এক মাস

২৭ মে, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
হাসপাতালে খালেদা জিয়ার এক মাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ ২৭ মে তার হাসপাতাল-বাসের এক মাস পূর্ণ হয়েছে। এক মাসের চিকিৎসায় করোনমুক্ত হওয়াসহ খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক সমস্যার কিছুটা উন্নতি হয়েছে। তবে উন্নতির এই প্রক্রিয়া খুবই ধীরগতির।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ‘খুব ধীর গতিতে’ উন্নতি হচ্ছে। এখনো তার শরীরে পোস্ট কোভিড বেশকিছু জটিলতা রয়েছে। তার হার্ট ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যার চিকিৎসা চলছে।

এ অবস্থায় ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে সিসিইউর বাইরে রেখে চিকিৎসা দেওয়াটা এখনো নিরাপদ মনে করছেন না চিকিৎসকরা। তাই আরও কিছুদিন তাকে সিসিইউতে থাকতে হবে। এরপর আশানুরূপ শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তাকে সিসিইউর বাইরে রেখে চিকিৎসা দেওয়া নিরাপদ মনে করছি না আমরা। কারণ তার হার্ট, কিডনি ও ফুসফুসের যে অবস্থা, তাতে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ফলে, তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল শারীরিক বিভিন্ন জটিলতার পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। করোনার উপসর্গ খুব একটা না থাকায় তাকে নন-করোনা কেবিনে রাখা হয়েছিল। এক সপ্তাহ পর শ্বাসকষ্ট শুরু হলে গত ৩ মে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

শেয়ার