Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাটির নীচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

২৮ মে, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাটির নীচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত এলাকা থেকে ২টি ওয়ান সুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (২৮ মে) দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ জন চোরাকারবারীর মোবাইল ফোনের ক্ষুদে অডিও বার্তার কথোপকথনের সূত্র ধরে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আমীর হোসেন মোল্লা ও সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির দুটি টহল দল বৃহস্পতিবার রাতে শিয়ালমারা ও কামালপুর সীমান্তে আলাদা আলাদাভাবে দুই দিক থেকে অভিযান চালায়। এক পর্যায়ে রাত দেড়টার দিকে কামালপুর সীমান্তের ১৮৮ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে মাটির নিচে লুকিয়ে রাখা ২টি ওয়ান সুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের আনুমানিক বাজার মুল্য ৫০ হাজার ৪০০টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার