বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী সরকারি রূপালী ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়ােগ পেয়েছেন ডিএসই’র সাবেক এমডি কাজী সানাউল হক।
রবিবার (৩০ মে) বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে উপ সচিব জেহাদ উদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, রূপালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হককে তার যােগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়ােগ প্রদানের নিমিত্তে ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ ‘ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
প্রসঙ্গত, এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি), কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
চাকরি জীবনে কাজী সানাউল হক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি আইসিবির পরিচালনা পর্ষদের সচিব এবং বাস্তবায়ন ও ঋণ আদায় ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া প্রতিষ্ঠানটির ইনভেস্টরস বিভাগ, ইকোনমিক ও রিসার্চ বিভাগ, কেন্দ্রীয় হিসাব বিভাগসহ স্থানীয় কার্যালয়, ঢাকা, রাজশাহী ও খুলনা শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।
কাজী সানাউল হক আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হিসেবেও কমর্রত ছিলেন। তিনি ১৯৮৪ সালে আইসিবিতে সিনিয়র অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন।