ম্যানচেস্টার সিটি তার সঙ্গে নতুন করে চুক্তি করছে না, সেই খবর জানা গিয়েছিল আগেই। ফ্রি ট্রান্সফারে সার্জিও আগুয়েরোকে দলে ভেড়াচ্ছে বার্সেলোনা, সেটাও প্রায় নিশ্চিত ছিল।
এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। ইতিহাদে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করে ন্যু ক্যাম্পে যাত্রা শুরু করতে যাচ্ছেন আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে লা লিগার ক্লাবটি।
৩২ বছর বয়সী আগুয়েরোকে নিজেদের ডেরায় নিয়ে আসার খবর নিশ্চিত করে বার্সা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘এফসি বার্সেলোনা এবং সার্জিও কুন আগুয়েরোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে যে, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ১ জুলাই থেকে তিনি ক্লাবে যোগ দেবেন।’
বার্সা আরও জানিয়েছে, সার্জিও আগুয়েরোর সঙ্গে তাদের চুক্তি ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। তার বাই আউট ক্লজ ধরা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৩৪ কোটি ৭৫ লাখ টাকার মতো। অর্থাৎ দুই বছরের মধ্যে কোনো ক্লাব আর্জেন্টাইন স্ট্রাইকারকে কিনতে চাইলে এই বিশাল অংকের অর্থ খরচ করতে হবে।
২০১১ সালে ম্যানসিটিতে যোগ দেয়ার পর দলকে পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, ছয়টি লিগ কাপ জিতিয়েছেন এই স্ট্রাইকার।
অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪০ মিলিয়ন ইউরোতে আগুয়েরোকে কিনেছিল ম্যানচেস্টার সিটি। তারপর এই ক্লাবকে দুই হাত ভরে দিয়েছেন এই আর্জেন্টাইন। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৩৯০ ম্যাচ খেলে ২৬০ গোল করেছেন তিনি, যা কিনা ক্লাবেরই সর্বকালের সেরা রেকর্ড।