নিজস্ব প্রতিবেদক: দেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র নেই, গণতন্ত্র এখন কবরে চলে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রাজধানীর পল্টন টাওয়ারে ইকোমিক রিপোর্টারস ফোরামের মিলনায়তনে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি আয়োজিত ‘সুশাসনে গণতন্ত্রের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভা এবং অসহায়-গরাীবদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নারী-পুরুষ সবাইকে সমানভাবে অংশ নিতে হবে। নারীকে সম্মান দিতে হবে। আমাদের ধর্মে অনেক ভালো দিক আছে। তবে একটা বিষয় সংস্কার করা উচিৎ। সেটা হল আমাদের ধর্মে নারীদের দেয়া হয় সম্পত্তির এক তৃতীয়াংশ আর পুরুষকে দেয়া হয় দুই তৃতীয়াংশ । এই অসমতাটা দূর করতে হবে। নারী-পুরুষ সবাইকে সম্পত্তিতে সমান দিতে হবে।
তিনি ভারতের শোষণ-বৈসম্যের কথা উল্লেখ করে বলেন, ভারত আমাদেরকে ১৯৭১ সালে সহযোগিতা করেছিল ঠিকই কিন্তু তারা এক বছরের মাথায় এর বিনিময় আদায় করে নিয়েছে। ভারত প্রতিটা পদে আমাদের বাধা সৃষ্টি করে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বঙ্গবন্ধুর কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্য লড়েছেন, নিজের জীবন-যৌবন সবকিছু গণতন্ত্রের জন্য দিয়ে গেছেন কিন্তু ভারতের প্ররোচনায় তিনি আজীবন ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখেছিলেন সেটাই বঙ্গবন্ধুর সর্বনাশ ডেকে আনে।
তবে তিনি মনে করেন একাত্তরে গণতন্ত্রের জন্য যিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন সেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে হলে গণতন্ত্র প্রতিষ্টা করতে হবে। ভোট ডাকাতি বন্ধ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি এর চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী, সাবেক ধর্ম ও প্রাণীসম্পদ মন্ত্রী নাজিম উদ্দিন আল আযাদ, বিপিপি মহাসচিব এ. আর. এম. জাফরুল্লাহ চৌধুরী, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক সিকদার প্রমুখ