দীর্ঘ দুই বছর পর জার্মানির জার্স গায়ে মাঠে নামলেন থমাস মুলার। কিন্তু তবুও জয়ের দেখা মিলল না জার্মান শিবিরে। ডেনমার্কের বিপক্ষে এগিয়ে গিয়েও বাধ্য হয়েছে ১-১ ড্রয়ে। ফলে ইউরোর প্রস্তুতির শুরুটা ভালো হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে জার্মানি শুরু থেকে খেলেছে সহজাত আক্রমণাত্মক ফুটবলই। ১২ মিনিটে মুলারের হেডার প্রতিহত করেন ডেনিস গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল। ৪৪ মিনিটে সের্জ গেনাব্রির শট প্রতিহত হয় ক্রসবারে। না হয় জার্মানির গোলের অপেক্ষা শেষ হতে পারত শুরুর অর্ধেই।
তবে সে অপেক্ষা খুব একটা বড়ও হয়নি ‘ডাই ম্যানশ্যাফট’দের। ৪৮ মিনিটে মুলারের বাড়ানো বলে জশুয়া কিমিখ ঠিকঠাক শট নিতে পারেননি, তবে ফ্লোরিয়ান নেহাউস কোনো ভুল করেননি। ঠিকই তুলে নিয়েছেন গোল।
এরপরই যেন জেগে ওঠে ডেনমার্ক। তারই ফল পায় ৭১ মিনিটে। ক্রিশ্চিয়ান এরিকসেনের থ্রু বল থেকে গোল করেন ইউসুফ পোলসেন। উল্লেখ্য, ম্যাচে গোলমুখে একমাত্র শটটাও তারই।
এরপরও ড্রয়েই বাধ্য হতে হয়েছে দলকে। তবে ইউরোর আগে এমন ফর্মহীনতা কোচ লোকে ভাবনাতেই রাখল বেশ। আগামী ১৬ জুন ফরাসিদের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে জার্মানি। তার আগে আগামী ৮ জুন লাটভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে দলটি।