Top
সর্বশেষ

পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

০৩ জুন, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষির্কী উপলক্ষে শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

জবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুজন মোল্লা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সভাপতির ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি। অন্যথায় ছাত্রদল এর সমুচিত জবাব দিতে বাধ্য হবে।

মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুজন মোল্লা, মিলাদ ভুঁইয়া, ছাত্রনেতা আজিম চৌধুরী, তাহসান রেজা, ফিরোজ রিফাত, কাজী জিয়া উদ্দিন বাসিত, হোসেন আলী, সুমন সরদারসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার