Top
সর্বশেষ

কেউ জানেনা মন্ত্রীর ফোন কোথায়

০৩ জুন, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ
কেউ জানেনা মন্ত্রীর ফোন কোথায়

তিনদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন হদিস মেলেনি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইলের। বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান ও কাফরুল এলাকার ডজনখানেক চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের কেউ বলতে পারছেন না লাখ টাকার মোবাইল ফোনের রহস্য।

স্থানীয় ছিনতাইকারী ও ছিঁচকে চোরদের দাবি, ফোনটি তাদের কেউ ছিনতাই করেননি। তাদের নেটওয়ার্কেও পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের তথ্য নেই।

সব মিলিয়ে ফোন উদ্ধারের কূল-কিনারা পাচ্ছে না পুলিশ। ফোনটি উদ্ধারে মাঠে নেমেছে মহানগর গোয়েন্দা (ডিবি)। তবে এখনও কোনো সূত্র উদ্ধার করতে পারেনি তারা।

পুলিশ জানায়, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশের এলাকার ক্যামেরাগুলো থেকে ছিনতাইয়ের সময়ের ফুটেজ উদ্ধার করা হয়েছে। তবে অস্বাভাবিক কিছুই পায়নি পুলিশ।

কাফরুল থানা পুলিশ জানায়, ইতোমধ্যে চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকাই-ছিনতাইকারী, শেরে বাংলা মাঠ সংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশের এলাকার স্থানীয় ও সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে মোবাইলের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিএম ফরিদুল আলম বলেন, ‘ফোন উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে। একাধিক লোককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এখনো ফোন উদ্ধারের মতো কোনো সূত্র পাওয়া যায়নি। ছিনতাই হওয়ার জায়গা ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখেছি। তবে সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের ঘটনার তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলের বিভিন্ন ভাসমান দোকানি, স্থানীয় লোকজন ও স্থানীয় ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে কিছু লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে ফোন উদ্ধারের মতো কোনো তথ্য পাওয়া যায়নি।’

শেয়ার