Top

জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে সরকার : মঈন খান

০৩ জুন, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে সরকার : মঈন খান

২০২১-২২ অর্থবছরের বাজেটের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিচ্ছে যেখানে এক তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি। এ ঘাটতি পূরণে সরকার দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নেবে। এভাবে ঋণের বাড়তি বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ২০২১-২২ প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের মাধ্যমে পাঠানো এক বার্তায় মঈন খান বলেন, মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ অর্থাৎ এক তৃতীয়াংশের বেশিই হল ঘাটতি। যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের মাধ্যমে পূরণ করতে হবে।

তিনি বলেন, বিএনপি অতীতে দেশকে বৈদেশিক ঋণ-নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বার বার বৈদেশিক ঋণ-নির্ভর করছে। দেশের প্রতিটি শিশু জন্মের আগেই ঋণে জড়িয়ে পড়ছে। ঋণের বোঝা সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে সরকার। এবারের প্রস্তাবিত বাজেট তারই চরম বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এরপর বেলা ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ করেন আ হ ম মুস্তফা কামাল। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার।

শেয়ার