Top

বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল

০৪ জুন, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ
বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৩ জুন) প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সময়োপোযোগী আখ্যা দিয়ে তারা বলেন, এটা বাস্তবায়ন হলে গণমানুষের এগিয়ে যাওয়ার পথ সহজ হবে।

আনন্দ মিছিলে স্লোগানে স্লোগানে উচ্চারিত হয় বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়। মহামারীকালে যখন সারা পৃথিবী মন্দায় আক্রান্ত সেই সময়ে দেশের সর্ববৃহৎ বাজেট উত্থাপন গণমানুষকে এগিয়ে চলার প্রেরণা যোগাবে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গণমুখী বাজেট প্রনয়ণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবারের বাজেটকে সংকটকালীন সময়োপযোগী বাজেট বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা।

৫০তম বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। রাজস্ব আয় ঠিকঠাক হলেও, ঘাটতি ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ ৩৫ শতাংশ টাকাই ধার করতে হবে সরকারকে। বাজেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ঘাটতি।

শেয়ার